লোহাগাড়ায় ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঢেউটিন ও চেক বিতরণ

লোহাগাড়ায় ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঢেউটিন ও চেক বিতরণ

আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম। প্রতিনিধি,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব,অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

৮ ই অক্টোবর সকাল ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পাবলিক হল রুমে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শহিদুল কবির সেলিম,বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ,স্বেচ্ছাসেবকলীগ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি রিদুওয়ানুল হক সুজন,সহ সভাপতি শহিদুল ইসলাম , মামুন,প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান অভি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন,
ঢেউটিন ও চেক বিতরণের সময় এম এ মোতালেব সিআইপি বলেন,স্মরণ কালের ভয়াবহ বন্যায় লোহাগাড়ায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হবে প্রথম ধাপে আজকে আমিরাবাদ ও লোহাগাড়া ইউনিয়নের ৯৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হচ্ছে ক্রমান্নয়ে বাকি ৪০২ পরিবারকে প্রধান করা হবে।
স্বেচ্ছাসেবকলীগ লোহাগাড়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *