লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত।
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
ডায়াবেটিসসের ঝুঁকি জানুন,প্রয়োজনীয় ব্যবস্থা নিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় লোহাগাড়া উপজেলা ডায়াবেটিস জেনারেল হাসপাতালের উদ্যোগে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস্ দিবস -২৩ উদযাপন করা হয়েছে।
১৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত মহাসড়ক সংলগ্ন লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভার পূর্বে একটি র্যালী বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লোহাগাড়া ডায়বেটিস হাসপাতালের পক্ষ থেকে ২ দিন ব্যাপি ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ইনসুলিন সরবরাহ করা হবে।
র্যালী, আলোচনা সভা শেষে ফ্রী চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য , লোহাগাড়া ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজসেবক মো: আরমান বাবু রুমেল। এ সময় আরো উপস্থিত ছিলেন,লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম চৌধুরী,পরিচালক মোঃ রাশেদুল হক ও মুমিনুল হক,হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরমান বাবু রুমেল বলেন,বর্তমান বিশ্বে ডায়াবেটিস একটি মহামারী রোগে পরিণত হচ্ছে, বাংলাদেশে প্রায় এক কোটি ৩১ লাখ মানুষ এই রোগে আক্রান্ত, সারা বিশ্বে বাংলাদেশের অবস্থা অষ্টম, এই রোগ সম্পর্কে আমাদের সকলের সচেতন থাকা জরুরি তিনি আরো জানান, ১৪ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত লোহাগাড়ার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা সকল ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও শিশু ডায়বেটিস রোগীদেরকে বিনামূল্যে ইনসুলিন প্রদান করা হবে।