লোহাগাড়ায় বাইক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক অফিসার সহ গুরতর আহত-৩
(বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক অফিসার সহ ৩জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২১ এপ্রিল”২০২৪ইং) সন্ধ্যা ৭টা ৪০মিনিটের ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর পানত্রিশা রহমান সওদাগরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জানে আলম (জানু)।
আহতরা হলেন- উত্তর পানত্রিশা এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলীর পুত্র আবুল হাসেম (৬৫)।অপর ২জন হলেন -ব্র্যাক ব্যাংক (এনজিও) এমচর.হাট শাখার ক্রেডিট অফিসার ঝন্টু বড়ুয়া (৩৫), একই শাখার ক্রেডিট অফিসার জাগির হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, এমচর.হাট ব্র্যাক ব্যাংক শাখার দু’জন ক্রেডিট অফিসার তাদের কাজ শেষে বাইক যোগে তাদের অফিসে আসার পথে উত্তর পানত্রিশা সড়কের রহমান সওদাগরের বাড়ি সংলগ্নে পথচারী আবুল হাসেম নামক এক বৃদ্ধাকে সজোরে ধাক্কা দেয়, সাথে সাথে বৃদ্ধের পা ভেঙে যায় এবং মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকলে রাস্তায় চলাচলকারী পথচারীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে এমচর.হাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত পথচারী আবুল হাসেম আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।