লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডশনের ত্রাণ বিতরণ
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই শত বন্যা দুর্ঘত পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছেন শায়েক আহমদুল্লাহ পরিচালিত আস- সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার দুপুর ২ টায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া হযরত খাদিজাতুল কুবরা (রঃ) হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গনে দুইশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে এইসব ত্রান বিতরণ করেছেন।
প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি মোশরের ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ৪ লিটার বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন। উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম, সাংবাদিক আতাউর রহমান মাসুদ, লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিঃ এর আইটি ম্যানেজার মোঃ এরশাদ হোছাইন, লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিঃ একাউন্স ম্যানেজার মোঃ জায়েদ, লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিঃ এর সুপারভাইজার মোঃ শাহাবুদ্দিন, মার্কেটিং অফিসার মোঃ পারভেজ, মোঃ সাইফুল।