লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু
(বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ নারিশ্চা গ্রামের চাম্বি লেক সংলগ্নে ঘিলাতলী নামক এলাকায় বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম পেঠান (৮৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই”২০২৩ইং) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিশ্চা গ্রামের বাসিন্দা আযম উল্লার ছেলে।
এদিকে চুনতী ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মোনাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল ইসলাম পেঠান একজন সাধারণ কৃষক। সে প্রতিদিনের মতো খামার বাড়ি থেকে কাজ শেষে বাড়ির উদ্দেশ্য রওনা হলে চাম্বি লেক সংলগ্ন ঘিলাতলী নামক এলাকায় হঠাৎ বন্যহাতির মুখোমুখি হন নুরুল ইসলাম পেঠান। এসময় তিনি পালানোর চেষ্টা করলে বন্যহাতিটি তাকে আক্রমণ করতে থাকে। পরে তিনি চিৎকার করলে এলাকাবাসীর প্রচেষ্টায় তাকে উদ্ধার করে লোহাগাড়ায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে ডলু বিট কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের কাছথেকে জানতে চাইলে তিনি বলেন,
বন্যহাতির আক্রমণের বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। খোঁজ নিয়ে দেখবে বলেও জানান তিনি।