লোহাগাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনূর্ধ্ব ১৭) -২০২৩ এর উদ্বোধন।
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭)-২০২৩ শুরু।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায়,০৮ ই জুন (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় লোহাগাড়া উপজেলার অন্তর্গত শাহপির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ ইব্রাহিম কবির,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার আতিকুর রহমান, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনূস, লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস কে শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম সহ টঅন আরো অনেকে উপস্থিতি ছিলেন।
উদ্বোধনী খেলায় দুই শক্তিশালী দল লোহাগাড়া ইউনিয়ন একাদশ ও পদুয়া ইউনিয়ন একাদশের মধ্যে প্রতিদ্বন্দীতা করেন, ট্রাইবেকারে পদুয়া ইউনিয়ন একাদশ কে হারিয়ে লোহাগাড়া ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।