লোহাগাড়ায় ফরায়েজী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী ৩৮ তম সিরাতুন্নবী (সাঃ) মাহফিল শুরু

ফরায়েজী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী ৩৮ তম সিরাতুন্নবী (সাঃ) মাহফিল শুরু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফরায়েজী ফাউন্ডেশন কর্তৃক ৩৮ তম ৫ দিন ব্যাপী সিরাতুন্নবী (সা:) মাহফিল পরিচালনা কমিটির সদস্যরা লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

২১ ই জানুয়ারী -২৫ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার পশ্চিম কলাউজানে ফরায়েজী সিরাত মাঠ সংলগ্ন এলাহী মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জানানো হয়, আলহাজ্ব হযরত শাহ মাওলানা ফতেহ আলী ফরায়েজি রহ. কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী সা. মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি রাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এতে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন।এই বারের বাজেট ধরা হয়েছে ২০ লক্ষ টাকা।

মতবিনিময় সভায় অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের
সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মঈনুদ্দিন ভুট্টো, মাওলানা শাহাদাত হোসেন, ডাক্তার হায়াত মাহমুদ, নুর হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, মোক্তার আহমদ, মোহাম্মদ বাবুল, মাস্টার আনিসুর রহমান, আইয়ুব আলি, প্রবাসী জাফর, প্রবাসী জসিম উদ্দিন, প্রবাসী হারুন, প্রবাসী নুরুল আমিন, ডাক্তার আবদুস সালাম, লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কায়েদে আজম এবং এরশাদ হোসাইন সিরাজি।
মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মহি উদ্দিন ভুট্টো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *