লোহাগাড়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২৪ শুভ উদ্বোধন
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
"প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্য কে সামনে রেখে শুরু হল প্রাণী সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২৪ শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮ ই এপ্রিল-২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পুরাতন বাণিজ্যমেলার মাঠ থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত হন।
প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২৪ উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় লোহাগাড়া উপজেলা অফিসার্স ক্লাবের মাঠে প্রজেক্টেরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সরাসরি সম্প্রসারণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন,
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ এনামুল হাছান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজমুল লায়েল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নুরুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:এ এম খালেকুজ্জামান। লোহাগাড়া পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ শাহ জাহান। প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা, য়ইং নু ফ্রু মারমা।সাংবাদিক, নুরুল ইসলাম। কাইছার হামিদ, রায়হান সিকদার, আবুল কালাম আজাদ সহ
লোহাগাড়া উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রাণীসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৫ টি ক্যাটা গরীর ভিত্তিতে খামারিদের জন্য প্রায় ৩৫ টি স্টল ছিল। ক্যাটা গরীর মধ্যে ছিল - গাভী, ষাড়, মহিষ, পোল্ট্রি (লেয়ার / কবুতর / হাঁস), বাছুর, ছাগল, ভেড়া, বেসরকারি উদ্যোক্তা,
প্রাণীসম্পদ প্রযুক্তি।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।