লোহাগাড়া উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।
আবুল কালাম আজাদ, লোহাগাড়া চট্টগ্রাম।
২৫ ফেব্রোয়ারী সকাল ১১টায় প্রাণিসম্পদ হল রুমে লোহাগাড়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা-২৩ ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলার লাইভ স্টক সম্প্রসারণ কর্মকর্তা, য়ইং নু ফ্রু মারমা এর সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠান শুর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট, মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা কৃষি অফিসার, জনাব মনিরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
লোহাগাড়া পোল্ট্রি ও ডেইরী এসোসিয়েশনের প্রতিনিধি, এম এইচ পোল্ট্রির স্বাত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব তাহের।
লোহাগাড়া উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল।
দৈনিক সু-প্রভাত বাংলাদেশ,লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম।
দৈনিক সমকাল লোহাগাড়া প্রতিনিধি,
সাংবাদিক কাইছার হামিদ।
এছাড়াও আরও উপস্থিতত ছিলেন,
সাংবাদিক তাজা উদ্দিন,আবুল কালাম আজাদ, রাইহান সিকদার,জাহেদুল ইসলাম, কাইছার হামিদ (তুষার), উপজেলা প্রাণিসম্পদ উপসহকারী, খোরশেদ আলম চৌধুরী, আকমল হোসেন , জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার পৃর্বে সকাল ১১টায় মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন, আগত উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
মেলায় সন্তোষ প্রকাশ করে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান বলেন,আমার খুব ভাল লেগেছে ,আমার আগে থেকে পশুপাখির প্রতি আলাদা একটি টান ছিল,বিভিন্ন প্রজাতির পশুপাখি দেখে নিজের ভিতরে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে,প্রতিটি মানুষের উচিত প্রদর্শনী মেলায় এসে বিভিন্ন স্টল পরিদর্শন করা।বাড়ির মধ্যে পশুপাখি লালন করার অভিজ্ঞতা অর্জন।
প্রদর্শনী মেলায় ৩ টি ক্যাটাগরীতে প্রায় ৫০ টি স্টল বসানো হয় যার মধ্যে,
ক্যাটাগরী ১( গাভী, ষাঁড়, মহিষ) ১০ টি স্টল,
ক্যটাগরী ২ (বাছুর, ছাগল, ভেড়া) ১৫ টি স্টল,
ক্যাটাগরী ৩ পোল্ট্রি (লেয়ার, হাঁস, ব্রয়লার, সোনালী, কবুতর) ১০ টি স্টল, এই স্টল ছাড়াও
বেসরকারি উদ্যোক্তা, মিস্টির দোকান ও প্রাণী সম্পদ প্রযুক্তি স্টল ছিল।