লোহাগাড়ায় পুকুরে ডুবে ২ বছরের শিশু মৃত্যু।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ শরফুদ্দীন মিয়াজী পাড়ায় ২ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
১৮ জুন বিকেল আনুমাণিক সাড়ে ৪ টায় এ দূর্ঘটনাটি ঘটেছে। শিশুটির নাম আবদুল্লাহ মোঃ সিয়াম (২)। সে এলাকার আবদুর রহিম সওদাগরের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া। তিনি জানিয়েছেন, উল্লেখিত সময়ে শিশুটি বাড়ির বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে মা-বাবা ও স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে উল্লেখিত সময়ে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা শিশুটিকে অজ্ঞানাবস্থায় উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।