লোহাগাড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউএনও এর অভিযান
প্রতিনিধি, (লোহাগাড়া) চট্টগ্রাম :
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও পদুয়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ দোকানীকে ১৪০০০ টাকা জরিমানা করল।
২৩ অক্টোবর (বুধবার) সকালে আমিরাবাদ কাঁচা বাজার ও পদুয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ এনামুল হাছান।
যে সকল দোকানীকে জরিমানা করা হল তার মধ্যে আমিরাবাদ বাজারের ব্যবসায়ী ১.নুরুল ইসলাস (সবজি বিক্রেতা) ৫০০০ টাকা, ২.মো.নেজাম উদ্দীন (ডিম বিক্রেতা) ৫০০০ টাকা।
পদুয়া বাজারে- ১.মো: শফি ২০০০টাকা ২.মো. আইয়ুব ২০০০টাকা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মুহাম্মদ এনামুল হাছান জানান, দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণে অতিরিক্ত মুনাফা লোভীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং তা চলমান থাকবে।দ্রব্যমূল্য বৃদ্ধি করে বাজারকে অস্থিতিশীল কারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।