লোহাগাড়ায় দুইটি কার গাড়ির মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় বক্তা আব্দুল্লাহ আল ফারুক আহত।
লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক বক্তা আব্দুল্লাহ আল ফারুক লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত।
০৮ জানুয়ারী সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চুনতী ইউনিয়নের জঙ্গলিয়া নামক স্থানে কক্সবাজার থেকে ছেড়া আসা কার (চট্ট মেট্রো গ ১৩-৭৭৩০) গাড়ির সাথে চট্টগ্রামের আঞ্চলিক বক্তা আব্দুল্লাহ আল ফারুকের কার গাড়ির( দিনাজপুর গ ১১-০০১৫)মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুল্লাহ আল ফারুক ও তার গাড়ির ড্রাইভার আহত হয়। বর্তমানে তারা লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি জানান দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফোর্স পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।