লোহাগাড়ায় জাতীয় যুব দিবস-২৩ পালিত
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় যুব দিবস-২৩ পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।
১ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে উপজেলা পাবলিক হল রুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপজেলার ২৬ জন উপকার ভোগীদের মাঝে ১১ লাখ ১৮ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহমদ।
এছাড়াও আরে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরফ আলী চৌধুরী লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের স্থানীয় জন প্রতিনিধি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার যুব উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে, বেকারত্ব দূরীকরণের জন্য প্রচুর পরিমাণ যুব ঋণ দিয়ে যাচ্ছে।দেশের অর্থনৈতিক উন্নয়নে যুব উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।