লোহাগাড়ায় গ্লোবাল টিভির ২য় বর্ষ পূর্তি উদযাপন
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাভাসি মানুষের মাঝে মুহূর্তে সংবাদ পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে ৩০ ই জুন ২০২২ সালে সম্প্রচার শুরু করা গ্লোবাল টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন।
৫ ই জুলাই -২২ রোজ শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক সংলগ্ন অবস্থিত হোটেল গ্রান্ড মাশাবি রেস্টুরেন্টের হল রুমে কেক কেটে ২ য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
গ্লোবাল টিভি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি এরশাদুর রহমান সভাপতিত্বে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।লোহাগাড়া সিটি হাসপাতালের চেয়ারম্যান সরওয়ার কোম্পানি। লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ লোহাগাড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত অতিথিরা গ্লোবাল টিভির
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন, আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। গ্লোবাল টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।