লোহাগাড়ায় গণপ্রকৌশল দিবস -২৪ উদযাপন।
আবুল কালাম আজাদ।
বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি এই স্লোগানকে সামনে রেখে আধুনগর পলিটেকনিক্যাল ইনিস্টিউটের উদ্যোগে লোহাগাড়ায় গণপ্রকৌশল দিবস -২৪ ও আইডিইবি'র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় বক্তারা বলেন,বর্তমান বিশ্ব প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে।বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর মুহূর্তে মধ্যেই নেওয়া যায়। বিদ্যুৎ,ইন্টারনেট, কম্পিউটার, টেলিফোন,ইন্জিল চালিত গাড়ি, রোবট ইত্যাদি এক মাত্র প্রযুক্তির উদ্ভাবন যা প্রকৌশলীদের সৃষ্টি।প্রকৌশলবিদ্যা ছাড়া সমাজ ও সভ্যতার বস্তুগত অগ্রগতি প্রায় অচল হয়ে যাবে। প্রকৌশলবিদ্যা ছাড়া অর্থনৈতিক ব্যবস্থাগুলির দক্ষতা হ্রাস পাবে ও এগুলির প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়বে তাই বাংলাদেশে প্রকৌশলী শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে এক নাম্বরে নিয়ে আসতে হবে।বক্তারা আরো বলেন আধুনগর পলিটেকনিক্যাল ইনিস্টিউট এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই ছেলে মেয়েদের প্রযুক্তি নির্ভর কর্ম দক্ষতা বৃদ্ধির জন্য পলিটেকনিক্যাল ইনিস্টিউটে ভর্তি করুন।
১৮ ই নভেম্বর-২৪ (সোমবার) সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে অবস্থিত আধুনগর পলিটেকনিক্যাল ইনিস্টিউটের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইন্জিনিয়ার মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায়
আধুনগর পলিটেকনিক্যাল ইনিস্টিউটের অধ্যক্ষ, প্রকৌশলী মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এনামুল হাসান।
প্রধান বক্তা ছিলেন ,আইডিইবি'ব যুগ্ন আহবায়ক প্রকৌশলী জয়নাল আবেদীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,আধুনগর পলিটেকনিক্যাল ইনিস্টিউটের দাতা সদস্য এডভোকেট মোহাম্মদ ইলিয়াস।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন।
আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফজলুল কবির।
অনুষ্ঠানে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার মো. মামুন, ইঞ্জিনিয়ার জাহেদ, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহেদ, সাংবাদিক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ইনিস্টিউটের সকল শিক্ষক, ছাত্র - ছাত্রীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
,