লোহাগাড়ায় কুকুরের কামড়ে মহিলা, শিশু সহ ৮ জন আহত
(লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাজ্জার বাপের বাড়ীতে পাগলা কুকুরের কামড়ে মারাত্মক ভাবে মহিলা, শিশু সহ ৮ জন আহত হয়েছে। আহতরা সবাই একই এলাকার বাসিন্দা।
৭ ই জুলাই সকাল ১১ টায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রোকেয়া বেগম (৩৮) চোখে, ইসফাত (১০) হাতে, রিয়াদ (৬) মূখো মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়।
আহতদের স্বজনরা জানান, বাচ্চারা বাহিরে খেলা করছিল হঠাৎ কুকুরটি দৌড়ে এসে বাচ্চাদের কামড়া দিয়ে বাড়ির ভিতরে ডুকে মহিলাদের কামড়াতে লাগল তাদের চিৎকার শুনো আশেপাশের লোকজন লাঠিশোঠা নিয়ে এগিয়ে এসে কুকুরটি কে ধাওয়া দেয়া এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা আরো ২ জনকে কামড় দেয়।আহতদের দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার আরজু জানান, দুপুর ১২ টার সময় কুকুরের কামড়ে আঘাতপ্রাপ্ত মহিলা, শিশু সহ ৮ জনকে চিকিৎসা সেবা প্রদান করি।