লোহাগাড়ায় ওয়াকাথন প্রতিযোগিতা ও মুক্ত আড্ডা’র মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ওয়াকাথন প্রতিযোগিতা ও কল্যান রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা’র মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান । পরে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা সম্মেলন কক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। মুক্ত আড্ডায় উপজেলার সমাজ সেবা অফিসের মো: তারেকের সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রিদুওয়ানুল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান। বিশেষ অতিথি লোহাগড়া প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ ও বৈশম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান সহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও এনজিও প্রতিনিধি। এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে।সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।