লোহাগাড়ায় এক রাতে ৪ টি গরু চুরি যার মূল্য ৫ লক্ষ টাকা
(লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি
চুনতী বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দীনের নিজ বাড়ি থেকে ৪ টি গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
৩০ ই জুন -২৪ ইং দিবাগত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিরখিল নতুন পাড়ায় বেলাল উদ্দীনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক ব্যবসায়ী বেলাল উদ্দীন জানান, প্রতিদিনের ন্যায় রাত ১০ টার সময় গরু গোয়াল ঘরে বেধে রেখে ঘুমিয়ে পড়ি, রাত ২ টায় সময় প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠি তখন গরু গোয়াল ঘরে ছিল, ভোর ৫ টার সময় ঘুম থেকে উঠে রুমে থেকে বাহির হতে দেখি দরজা বাহির দিক থেকে লক করা তারপর আশপাশের লোকজনকে ডাকলে তারা দরজা খুলে দেয়। ঘর থেকে বাহির হয়ে দেখি গোয়াল ঘরের দরজা খোলা দরজার সাথে লাগানো তালা গুলো ভাঙ্গা ভিতরে দেখি গরু গুলো নেই যার মধ্যে ২ টি বড় গাভী ১ টি ছোট বাছুর আরেকটি বড় বাছুর ছিল যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনতী ১ নং ওয়ার্ডের মেম্বার পল্লী চিকিৎসক জাফর আলম বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি যারা এই চুরির সাথে জড়িত তাদের খোঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।