লোহাগাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির এর শীতবস্ত্র বিতরণ

লোহাগাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির এর শীতবস্ত্র বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিচ্চা এলাকায় আল্লামা ফৌজুল কবির ফাউন্ডেশন চত্বরে বিভিন্ন এলাকার ২ শতাধিক শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির।
২৮ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা ফজুলুল্লাহ (রহঃ) আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইসমাঈল, মাওলানা মুহাম্মদ ফেরদৌস, সমাজ সেবক মুজিবুল হক, আবুল বশর, প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরু সওদাগর, জাফর আহমদ, যুবলীগ নেতা মুহাম্মদ মমতাজ উদ্দীন, মুহাম্মদ ফারুক হোসেন, মুহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ গিয়াস উদ্দীন, মুহাম্মদ এনাম, আবদুল ওয়াহেদ ও মুহাম্মদ বোরহান উদ্দীন প্রমুখ।
বিতরণকালে এম.ইব্রাহীম কবির বলেন, কনকনে শীতের তীব্রতায় শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা দেখে তিনি এ পদক্ষেপ গ্রহণ করছেন ধারাবাহিকভাবে তাঁর এ বিতরণ কার্য অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *