লোহাগাড়ায় ইউনিয়ন আমীরগণ শপথ গ্রহণ করলেন

লোহাগাড়ায় ইউনিয়ন আমীরগণ শপথ গ্রহণ করলেন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নির্বাচিত ইউনিয়ন আমীরগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত আমীরগণকে শপথ পাঠ করান উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

নবনির্বাচিত ইউনিয়ন আমীরগণ হলেন;-
১.লোহাগাড়া ইউনিয়ন – মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন।
২.আমিরাবাদ ইউনিয়ন -অধ্যাপক মুহাম্মদ হাসান।
৩.পদুয়া ইউনিয়ন – মাওলানা আ.ক.ম হামিদুল হক।
৪.চরম্বা ইউনিয়ন -মাওলানা সামশুল আলম হেলালী।
৫. কলাউজান ইউনিয়ন – ডাক্তার সিদ্দিক আহমেদ।
৬.পুটিবিলা ইউনিয়ন -ডাক্তার নাজিম উদ্দীন।
৭.আধুনগর ইউনিয়ন -মাওলানা আব্দুল কাদের।
৮.চুনতি ইউনিয়ন – মাওলানা সলিমুল্লাহ।
৯.বড়হাতিয়া ইউনিয়ন – মাওলানা জসিম উদ্দিন।
১০.বটতলী শহর শাখা -অধ্যাপক জালাল আহমদ।

উপজেলা আমীর নবনির্বাচিত আমীরগণের উদ্যোশ্যে বলেন, আল্লাহ ও তার রাসূল (সাঃ) প্রদর্শিত পথেই হচ্ছে আমাদের একমাত্র পথ,আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমে সর্বদা নিজে প্রস্তুত থাকতে হবে। অতীতের সৎ নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *