লোহাগাড়ায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে প্রধান শিক্ষক ও ইমামদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ,লোহাগাড়া চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও মসজিদের ইমামদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর, রবিবার সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা পাবলিক হলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ উল্যাহ'র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খাদেম রাশেদুল ইসলামের সন্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুন লায়েল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসা অধ্যক্ষ জনাব মাওলানা শাহাদাত হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বড়হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান হাকিম, উপজেলা পরিষদের কর্মকর্তা মোহাম্মদ মোসলেম উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা ২০০জন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও জামে মসজিদের ইমাম ও খতিমগণ উপস্থিত ছিলেন।