লোহাগাড়ায় অনুষ্ঠিত হল বিশাল যুব সমাবেশে -২৪
আবুল কালাম (লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি :
উহারা প্রচার করুক হিংসা বিদ্ধেস আর নিন্দা আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ এই প্রতিপদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় অনুষ্ঠিত হল যুব সম্মেলন -২৪
৩১ ই আগস্ট -২৪ সকাল ১০ টায় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক সংলগ্ন মডার্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মহান আল্লাহ প্রদত্ত জীবন বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বিগত ১৬ টি বৎসর ফ্যাসিস্ট সরকার আমাদের নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়ে ছিলেন কিন্তু তারা তাতে সফল হয়নি। তিনি আরো বলেন এখন আমাদের প্রতিটি নেতা কর্মীদের নিয়মিত কোরআন হাদিস অধ্যায়ন করতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে ইসলামের সুমহান বানী মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
লোহাগাড়া সদর ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় যুব সমাবেশে
প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এডভোকেট আনোয়ার আলম চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও যুব বিভাগের প্রাধন এড. আবু নাসের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলম।
চট্টগ্রাম জেলা সহ সেক্রেটারি ড. ছাবের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি -অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,
উপজেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক আবুল কালাম।
উপজেলা সহ সেক্রেটারি – অধ্যাপক আবু তাহের,
লোহাগাড়া সদর ইউনিয়ন আমির, অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দীন।
লোহাগাড়া সদর ইউনিয়নের পেশাজীবি সম্পাদক বিশিষ্ট ব্যাংকার ফয়সাল সহ যুব সংঘের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।