লামায় ১৮০০পিস ইয়াবাসহ পাচারকারী আটক
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি,
বান্দরবানের লামায় ১৮০০পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে লামা থানা পুলিশ।আটক আব্দুস শুক্কুর(৩৭) আলীকদম উপজেলার নয়াপাড়া ৪ নং ওয়ার্ড বাগানপাড়ার হাবিবুর রহমানের ছেলে। (৪ নভেম্বর) শনিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ এর নির্দেশনায় এসআই নাইমুল হক সঙ্গীয় ফোর্স সহ লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি থেকে তাকে আটক করে,এসময় একটি মোটর সাইকেল কক্সবাজার ল-১১-১৩৭৮ তল্লাশি করে ১৮০০পিস ইয়াবা উদ্ধার করে।
ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শামীম শেখ জানান,জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণ,চোরাচালান রোধসহ আইন শৃঙ্খলা ও জনগনের জানমাল রক্ষায় পুলিশ সরব রয়েছে,আটক আব্দুস শুক্কুর আলীকদম থেকে ইয়াবা ট্যাবলেটগুলো কিনে চকরিয়া এলাকায় বিক্রয় করার উদ্দ্যেশ্যে নিয়ে যাচ্ছিলো।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হচ্ছে।