লামায় মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

লামায় মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

(বিশেষ প্রতিনিধি)

“নারী পুরুষ ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ চলো গড়ি”
এই স্লোগান সামনে রেখে লামা উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে লামা জেলা পরিষদের গেস্ট হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বাথোয়াইচিং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, দপ্তর সম্পাদক অযাহা ত্রিপুরা,
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি Mongkylan Marma, সাধারণ সম্পাদক মোঃ শাহিন, রাজিব, সজিব মল্লিক, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাদনান আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ আদনান, শরিফ সহ আরও অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন। দেশের বিভিন্ন দপ্তরে নারীদের সম্মানের কথা উল্লেখ করে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট প্রদানের মাধ্যমে আবারও আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *