লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে লামা উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ মঙ্গলবার (১০ অক্টোবর)বেলা ১০টায় লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:মোস্তফা জাবেদ কায়সার।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল।
এ সময় উপস্থিত ছিলেন পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া, বান্দরবান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্পের সহকারী পরিচালক ও লামা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ)মোহাম্মদ মামুনুর রহমান এবং মৎস্যচাষীসহ প্রকল্পের সুফলভোগী দলের সদস্যগণ সহ প্রমুখ।