লামায় আবারও ২ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

লামায় আবারও ২ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

(বিশেষ প্রতিনিধি)

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ও ফাইতং ইউনিয়নে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহার করার দায়ে ২টি পৃথম মামলায় ২ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

০৭ জানুয়ারী”২০২৫ইং মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে গজালিয়ার টি-এম.বি এবং ফাইতং ইউনিয়নের এফ-এ.সি ইটভাটাকে এসব জরিমানা করা হয়। এসময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন- লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

এ ব্যাপারে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহার করার দায়ে ২টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা কর হয়েছে।আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে কালে উপস্থিত ছিলেন, লামা থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *