লামায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লামায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বেলাল আহমদ,
লামা(বান্দরবান) প্রতিনিধি,
বান্দরবানের লামায় চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানন্নয়নের লক্ষ্যে সোমবার (৯অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের
মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৈয়ব আলী’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ,এস.এম.সি কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন,
প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,সমাবেশে অন্তত দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন,বিদ্যালয়ের শিক্ষক
অভিভাবক সহ সকলের সন্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরো উন্নয়ন করা হবে। ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশী সচেতন হতে হবে। অত্র স্কুলের
শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি অভিভাবকের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া আশ্বাস প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *