লামায় অবৈধ ইটভাটার চেমি চুল্লি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই ইটভাটার মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আজম খান।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে গজালিয়া- আজিজনগর সড়কের অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর পরিচালক ফখর উদ্দিন ও পরিদর্শক নুর উদ্দিন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে,কয়েকদিন ধরে গনমাধ্যমে ইটভাটা নিয়ে পাহাড় ও গাছ কাটার বিষয়ে লেখালেখি হলে পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। এরপর অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চেমি চুল্লি ভেঙ্গে ফেলে দেওয়া হয়।
সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তর পরিচালক ফখরু উদ্দিন বলেন, অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটার মালিক আজম খানের বিরুদ্ধে ফোজদারি মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন,ইটভাটা এলাকার জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ ও বিশাল পাহাড় কাটার সত্যতা মিলেছে। ইটভাটার জন্য বিভিন্ন স্থানে কয়েক হাজার ঘনফুট পাহাড় কেটে সাবার করেছে। প্রতি ঘনফুটের পরিমান হিসাব করে ইটভাটা মালিককে জরিমানা দিতে হবে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।