লামায় অবৈধ ইটভাটায় ২ জনের জেল, এক লক্ষটাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
বেলাল আহমদ,লামা(বান্দরবান) প্রতিনিধি,
বান্দরবানের লামায় অবৈধভাবে একটি ইট ভাটার মালিককে একলক্ষ টাকা জরিমানা ও দুজনকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ অক্টোবর ) দুপরে উপজেলার ফাইতং এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়সার।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার জানান,হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।একজনকে একলক্ষ টাকা জরিমানা ও দুজনকে বিভিন্ন মেয়াদে ৪ মাস ও ৬ মাসের জেল দেওয়া হয়েছে।তিনি আরো জানান,এধরনের অভিযান অব্যাহত থাকবে।