রাসূল (সঃ) কে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন
আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি
নাস্তিক ব্লগার আসাদ নূর কর্তৃক হযরত মোহাম্মদ (স:)’কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা উপজেলার অন্তর্গত ১নং বৈরাগ ইউনিয়নের আওতাধীন উত্তর বন্দরের এলাকাবাসী।
গত শুক্রবার জুমার নামাজের পর বন্দর সেন্টারস্থ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে মুসল্লিগণ বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর বন্দর বায়তুচ্ছালাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন খান আল কাদেরী,সমাজ সেবক আহমদ হোসেন,মামুন খান, এস এম সাইফুল ইসলাম,মুহাম্মদ বাবলু,আরিফ হোসেন,মুহাম্মদ ফরিদ খান,যুবনেতা এম আব্দুস সালাম,এমদাদ হোসেন রণি,সামুন খান,এম আবু সালাম,বুলবুল খান,তারেক খান,সুমন,রাশেদ,সাজ্জাদ, তানভির,রায়হান সহ প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ের মধ্যমণি নবী হযরত মোহাম্মদ (স:)। ওই কূখ্যাত আসাদ নূর রাসুল (স:) কে নিয়ে কটুক্তি করে সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছেন।বাংলাদেশ সরকারের কাছে এ নাস্তিকের ফাঁসির দাবি জানায়