যৌথ বাহিনীর অভিযানে চাকু,মদ,গাঁজা সহ দুইজন আটক
আবুল কালাম আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের ২ টি স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩২০ লিটার চোলাই মদ,৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা ৭ টি চাকু সহ ২ জন আটক করেছে।
১৪ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ সাঈদ হাসানের নেতৃত্বে কলাউজান ৩নং ওয়ার্ড হিন্দু পাড়ায় ও আমিরাবাদ হাঁছির পাড়া ৮নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত হলেন,কলাউজান ৩নং ওয়ার্ড রবার ড্রাম হিন্দু পাড়ার বাসিন্দা বিমুল দাশের পুত্র টিস্যু দাশ (৪৮)।
আমিরাবাদ হাঁছির পাড়া ৮নং ওয়ার্ডের নুরুল কবিরের পুত্র দুলা মিয়া (৫০)।
মেজর মোহাম্মদ সাঈদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। আটককৃতদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর বলেন, আটককৃত দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ১৬ ই নভেম্বর সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।