যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শুভ উদ্বোধন হলো আধুনিক মানের টার্ফ কিংস এ্যারেনা লোহাগাড়া

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শুভ উদ্বোধন হলো আধুনিক মানের টার্ফ “কিংস এ্যারেনা লোহাগাড়া ”

জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরে পুরাতন থানা রোডস্থ নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পার্শ্বে নবনির্মিত আধুনিক মানের টার্ফ “কিংস এ্যারেনা লোহাগাড়া” র শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে “কিংস এ্যারেনা লোহাগাড়া” এর পক্ষ থেকে সম্মাননা স্বারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিংস এ্যারেনা লোহাগাড়া-এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান। কিংস এ্যারেনা লোহাগাড়া`র স্বত্বাধিকারি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন কিংস এ্যারেনা লোহাগাড়া`র ম্যানেজিং ডিরেক্টর, তরুণ সংগঠক ও ফুটবলার এসএম চিশতি।অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর, মাস্টার নাছির উদ্দিন আহমেদ, সমাজসেবক নুরুল আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ রিদুয়ানুল হক।

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। ঘামে রক্ত বাঁচায়। খেলাধুলার মাধ্যমে যদি শরীর থেকে ঘাম চলে যায় তাহলে রক্ত বাঁচবে। মাদক থেকে দূরে থাকতে সবাই খেলাধুলায় যুক্ত থাকবো। খেলাধুলার মাধ্যমে মাদকাসক্ত থেকে দূরে থাকতে হবে। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে। প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান এসব কথা বলেন।

কিংস এ্যারেনা লোহাগাড়া`র ম্যানেজিং ডিরেক্টর, তরুণ সংগঠক ও ফুটবলার এসএম চিশতির খেলা ধুলার এ ধরনের আয়োজন এর মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পড়েছে। এটি আর থেমে থাকবে না। এগুলোর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করা সম্ভব। এছাড়া মাঠে যেন খেলতে গিয়ে পড়ে আহত না হয় সে জন্য মাঠে নতুন কার্পেট বিছানো হয়েছে। এমনকি সুইমিংপুল, ওয়াশরুম,বিশ্রামাঘার সহ নানা রকম ব্যবস্থাও করা হয়েছে ক্রীড়ামোদী দের জন্য বলে জানান এস.এম চিশতি ।

এ সময় তিনি নিয়মিত আধুনিক মানের টার্ফ “কিংস এ্যারেনা লোহাগাড়া”এর আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *