মান্দায় রাজমিস্ত্রিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় একটি ফার্ণিচারের দোকান ভাংচুরের ঘটনায় রাজমিস্ত্রিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নামক সংগঠনের নেতা- কর্মীরা।
রবিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ১০ নং নূরুল্লাবাদ ইউনিয়নের চকহরি নারায়ন (চক) গ্রামের বাবুর মোড়ে মান্দা উপজলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৪নং চকহরি নারায়ন শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
সংবাদ সম্মেলনে মান্দা উপজলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৪নং চকহরি নারায়ন শাখা’র সভাপতি তোফাজ্জল হোসেন প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,ক্যাশিয়ার আলমগীর হোসেন,সদস্য মামুনুর রশিদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সদস্য প্রধান রহিদুল ইসলাম,রানা আহম্মেদ এবং আলমগীর হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, তারা পেশায় রাজমিস্ত্রি। চকহরিনারায়ন গ্রামের বাবুর মোড়ে (২০১৭ সালে স্থাপিত ও রেজিস্ট্রেশনভূক্ত) তাদের শ্রমিক সংগঠনের একটি অফিস রয়েছে। যার রেজিঃ নং- ২৫৭৪। সেখানে তাদের বসার জায়গা সংকুলান না হওয়ায়, ওই বিবাদমান জায়গার মূল মালিক এবং বর্তমানে দখলদার কেফাতুল্যা ওরফে বাবুর কাছ থেকে লিখিতভাবে অনুমতি নিয়েই তারা ঘরটি প্রসারিত করার উদ্যোগ নিয়েছেন। অথচ,বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের জন্য পার -নূরুল্লাবাদ গ্রামের লোকমান আলীর ছেলে কাঠ মিস্ত্রি শহিদুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে মান্দা উপজলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৪নং চকহরি নারায়ন শাখা’র নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ১১ নভেম্বর মান্দা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করায় অত্র এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমতাবস্থায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এর সঠিক সমাধান চান তারা।