মান্দায় আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশন,মান্দা,নওগাঁ'র আয়োজনে
ফেরিঘাট বাসস্ট্যান্ডে এ আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশন,মান্দা,নওগাঁ'র আহবায়ক আবুল কাশেম প্রামানিকের সঞ্চালনায় এবং
আহবায়ক আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশন,মান্দা,নওগাঁ'র প্রধান উপদেষ্টা ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস.এম ব্রহানী সুলতান মামুদ (গামা)।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাহফুজ নয়ন,মান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইয়াকুব আলী, মান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, আমিনুল ইসলাম এবং বর্তমান সাধারণ সম্পাদক রহুল আমিন প্রমূখ।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।