মান্দায় আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দায় আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সতীহাট বাজারের শহীদ মিনার চত্ত্বরে ৫নং গণেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ৫নং গণেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডল।
সভায় ৫নং গণেশপুর ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় মনোনীত এম.পি প্রার্থী এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন,সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রামানিক ,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান,শ্রম ষিয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৬ নং মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামন্ত কুমার,আ’লীগ নেতা অধ্যক্ষ জসিম উদ্দিন, আতোয়ার রহমান ও আব্দুল গফুর এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুর রাজ্জাক, সহ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী দুলাল,শ্রমিকলীগের সাধারণ সম্পাদ কাজল দেওয়ান, ৫নং গণেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন-অর-রশিদ সোহেল, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বাবু বিশ্বনাথ মন্ডল, প্রনব সরকার, মোশাররফ হোসেন, আল আমিন রানা,বিপুল কুমার মন্ডল, উৎপল চন্দ্র মন্ডল এবং মানিক সরকার প্রমূখ। এছাড়াও ৫নং গণেশপুর ইউনিয়ন অওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।