মানসিক ডিপ্রেশন-
আনোয়ারায় চার সন্তানের জনকের আত্মহত্যা
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানসিক ডিপ্রেশনে পড়ে মোহাম্মদ ফরিদুল আলম (৫২) নামের চার সন্তানের জনকের গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায় লোকসানসহ পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন মানসিক ডিপ্রেশনে ছিলো থাকার পর আজ বিকেলে হঠাৎ নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিন আরা বলেন, বিকেল ৪টা২০ মিনিটের দিকে ফাঁশ দিয়ে আত্মহত্যা করা এক ব্যক্তিকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা থানায় খবর দিয়েছি।