মাননীয় প্রধানমন্ত্রী আঁর মা, আঁই প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই- নিহত রফিকের মা
(বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সম্প্রতি খুন হওয়া ব্যবসায়ী রফিকের খুনিদের বিচারের দাবীতে চট্টগ্রামের প্রেস ক্লাবের এস রহমান হলে আজ (২ মার্চ)
সকালে নিহত রফিকের মা, স্ত্রী-সন্তান ও স্বজনেরা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিক হত্যা মামলার প্রধান আসামী
ইলিয়াছ প্রকাশ গাভী ইলিয়াছ ও তার সন্ত্রাসী বাহিনীর শাস্তির দাবী জানান নিহত রফিকের স্ত্রী আরজুন নাহার নিশা।
সংবাদ সম্মেলনে নিহতের স্বজনেরা রফিক হত্যা মামলার প্রধান আসামী গাভী ইলিয়াছের অপরাধের বর্ণনা দিয়ে বলেন “পতেঙ্গা এলাকার ত্রাসের
রাজত্ব কায়েম করতে গাভী ইলিয়াছ তৈরী করেছে এক দূর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী। গাভী ইলিয়াছের বিরুদ্ধে সিএমপি’র একাধিক থানায় ও আদালতে শতাধিক
মামলা রয়েছে। কালো টাকার পাহাড় আর কথিত পতেঙ্গার আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন প্রকাশ মধু আলমগীর ও নুর আলম এর সহায়তায়
আইনের আওতার বাহিরে থেকে যায় গাভী ইলিয়াছ।
এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত রফিকের স্ত্রী বলেন “ওরা আমার স্বামীকে খুন করেও চুপ নেই, ওরা আমাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি
দিচ্ছে, আমরা যেনো মামলা তুলে নেই। আমার এতিম শিশু “জুনায়েদ তাসবিত রাইয়ান” বাড়ির পাশে খেলতে গেলে গাভী ইলিয়াছের লোকজন আমার ছেলেকে
হুমকি দিয়ে বলে “তোর বাবাকে মেরে ফেলেছি, তোকেও মেরে ফেলবো” এর পর থেকে আমার এতিম শিশু ঘর থেকে ভয়ে বেড় হচ্ছে না এমনকি স্কুলেও
যেতে ভয় পাচ্ছে। এই হত্যা মামলা স্বাক্ষীদেরকেও ভয়ভীতি দেখাচ্ছে গাভী ইলিয়াছের সন্ত্রাসী বাহিনী। হত্যা মামলার পর পতেঙ্গা থানায় জীবনের নিরাপত্তা
চেয়ে আরো ৩টি সাধারন ডায়রী করেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই আমাদেরকে এই দুর্ধর্ষ
খুনি ইলিয়াছের হাত থেকে রক্ষা করুন।
সংবাদ সম্মেলনে চিৎকার দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত রফিকের মা হালিমা খাতুন এই সময় তিনি বলেন “প্রধানমন্ত্রী আঁর মা, আঁই প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই, গাভী ইলিয়াছের ফাঁসি চাই, রুস্তমের ফাঁসি চাই, তুষার এর ফাঁসি চাই এক এক করে সকল আসামীর নাম বলতে থাকেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রফিকের মা,স্ত্রী- সন্তান, ভাই শাহিনুর, আব্দুর নুর, বোন নুর আক্তার,কহিনুর প্রমুখ।