মহেশখালী নৌ-পুলিশের অভিযানে অবৈধ ১০০ মশারীর জাল ও ১লক্ষ রেনু পোনা উদ্ধার
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালীর পাশে কুতুবদিয়া চ্যানেল থেকে রেনু পোনা ধরার অবৈধ মশারী জাল, ভাসা ড্রাম উদ্ধার করা হয় ৷ এক লক্ষ রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয় ৷
রবিবার (২৩জুন) ভোর রাতে মহেশখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইনুল আহসান কবিরের নেতৃত্বে কুতুবদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করে ১০০ পিস রেনু পোনা ধারার অবৈধ মশারী জাল ও এক লক্ষ রেনু পোনা উদ্ধার করা হয় ৷
মহেশখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইনুল আহসান কবির বলেন, ৬৫ দিন নদীতে মাছ শিকার বন্ধের নির্দেশ পালনে নিয়মিত অভিযানের অংশ বিশেষ কুতুবদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করেছি ৷ এবং মহেশখালী উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা রবিউল করিম সাহেবের নির্দেশক্রমে জাল, ভাসা ড্রাম আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং এক লক্ষ রেনু পোনা প্রকাশ্যে জনগণের সামনে নদীতে অবমুক্ত করা হয়।