মহেশখালী নৌ-পুলিশের অভিযানে অবৈধ ১০০ মশারীর জাল ও ১লক্ষ রেনু পোনা উদ্ধার 

মহেশখালী নৌ-পুলিশের অভিযানে অবৈধ ১০০ মশারীর জাল ও ১লক্ষ রেনু পোনা উদ্ধার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালীর পাশে কুতুবদিয়া চ্যানেল থেকে রেনু পোনা ধরার অবৈধ মশারী জাল, ভাসা ড্রাম উদ্ধার করা হয় ৷ এক লক্ষ রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয় ৷

রবিবার (২৩জুন) ভোর রাতে মহেশখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইনুল আহসান কবিরের নেতৃত্বে কুতুবদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করে ১০০ পিস রেনু পোনা ধারার অবৈধ মশারী জাল ও এক লক্ষ রেনু পোনা উদ্ধার করা হয় ৷

মহেশখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইনুল আহসান কবির বলেন, ৬৫ দিন নদীতে মাছ শিকার বন্ধের নির্দেশ পালনে নিয়মিত অভিযানের অংশ বিশেষ কুতুবদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করেছি ৷ এবং মহেশখালী উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা রবিউল করিম সাহেবের নির্দেশক্রমে জাল, ভাসা ড্রাম আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং এক লক্ষ রেনু পোনা প্রকাশ্যে জনগণের সামনে নদীতে অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *