মহেশখালীতে ১০০ পরিবারের মধ্যে ঢেউটিন ও ত্রাণ বিতরণ

 

মহেশখালীতে ১০০ পরিবারের মধ্যে ঢেউটিন ও ত্রাণ বিতরণ

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে অতি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মধ্যে ত্রাণ ও ঢেউটিন বিতরণ করা হয়৷

বুধবার (১৬ আগষ্ট) দুপুর ১টার সময় মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি’র উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও ত্রাণ বিতরণ করা হয়৷

গত কায়েক সপ্তাহে অতি বর্ষণের ফলে শত শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়, বিশেষ করে বেরিবাঁধের পাশের ঘরবাড়িগুলি ৷ এমপি আশেকের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারকে ১ বাইন করে টিন, ১০ কেজি করে ১টন চাউল বিতরণ করা হয় ৷

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকী মারমা, পিআইও কাউছার আহমদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাইদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছমি উদ্দিন, স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *