মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার মাতারবাড়ী সৃজনী মাধ্যমিক বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস পালিত ৷
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে ফুল দিয়ে মহান মাতৃভাষা দিবস পালন করে ৷ বিভিন্ন ইভেন্টের মধ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, 'ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচানা' বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা, স্মৃতি পরীক্ষা ও সর্বশেষ ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত করে দোআ মাহফিল মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ৷
২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২ ভাষা আন্দোলনসহ সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোআ পরিচালনা করেন সাবেক মেম্বার হাফেজ সরওয়ার কামাল ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উল্লাহ সেলিম, অনুষ্ঠান উদ্ভোধন করেন স্কুল পিটিআই সভাপতি আশেক মাহমুদ, সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর, সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আব্দুল গনি ও শাহিনুল কবির তুহিন ৷