ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে সুগন্ধা সৈকত পাড়া নূর জামেমসজিদের মুসল্লিদের চলাচলের রাস্তা

ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে সুগন্ধা সৈকত পাড়া নূর জামেমসজিদের মুসল্লিদের চলাচলের রাস্তা।…..

মোঃ ইদ্রিস। স্টাফ রিপোর্টার:- পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।স্থানীয়দের উদাসীনতা ও পরিকল্পনাহীনতার জন্য দিন দিন আবর্জনার শহরে পরিণত হচ্ছে সুগন্ধা-সৈকত পাড়া নূর জামেমসজিদের চলাচলের রাস্তা। যেখানে-সেখানে ময়লার আবর্জনার দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ব্যবসা-বাণিজ্য ও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই শহর।
সুগন্ধা সৈকত পাড়া নূর জামেমসজিদের বিপরীতে খালি জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ময়লার আবর্জনার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে।এমনকি ময়লা আবর্জনা সামনে রেখে মুসল্লিদের জুম্মা নামাজ আদায় করতে হচ্ছে। সুগন্ধা সৈকত পাড়া রোডের বাসাবাড়িতে বসবাসকারী লোকজন ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে নিমজ্জিত হচ্ছে।তাতে দুর্গন্ধে হাঁচি-কাশি, বমি, মাথা ঘোরাসহ কয়েকটি রোগে আক্রান্ত হচ্ছে মসজিদের মুসল্লি ও বসবাসকারী পথ চলাচল লোকজন। এ ব্যাপারে ভুক্তভোগী পৌরসভার লোকজন অস্বাস্থ্যকর পরিবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *