ময়মনসিংহ নগরীতে ১নং ফাড়ির ফুটপাত নিরসনকল্পে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন ওয়াজেদ আলী

ময়মনসিংহ নগরীতে ১নং ফাড়ির ফুটপাত নিরসনকল্পে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন ওয়াজেদ আলী

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ রবিবার ৮ অক্টোবর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়ার দিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্ধ্যার পর থেকে স্টেশন গেইট হইতে গাঙ্গিনাপার আসাদ মার্কেট বারিপ্লাজা নতুন বাজার মোড় পর্যন্ত হকার মুক্ত করেন ১ নং ফাড়ির অফিসার ইনচার্জ ,ইন্সপেক্টর ,মোঃ ওয়াজেদ আলী।

ফুটপাত হকার মুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজট মুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযানের পর দোকান মালিক সমিতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ফুটপাত মুক্ত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চুরি ডাকাতি মাদক প্রতিরোধ সহ ছিনতাইকারীর কবল থেকে সাধারণ ক্রেতাগণ স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে যানজট নিরসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে দিতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিনরাত কার কাজ করে যাচ্ছেন ১ নংফাড়ির ইন্সপেক্টর ওয়াজেদ আলী সহ তার টিমের সদস্যগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *