ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০১

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০১

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

মাদক বেচাকেনা বন্ধ সহ মাদকের থাবা থেকে ময়মনসিংহ নগরীকে বচাতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে প্রতিদিন মাদক নির্মূলে অভিযান পরিচালনা সহ বিভিন্ন অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে ডিবি পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৩ অক্টোবর) ডিবি পুলিশের এসআই (নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআ ই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

জানা গেছে, ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বিরুনীয়া সাকিনস্থ বিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিরুনীয়া এলাকা থেকে মৃতঃ আব্দুল বারেক এর পুত্র মোঃ স্বপন মিয়া (৪৬)কে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর নিকট হতে ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবির ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *