ময়মনসিংহে ১৫টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করেছে ২এপিবিএন

ময়মনসিংহে ১৫টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করেছে ২এপিবিএন

নিজস্ব প্রতিনিধি

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে জিডি কপি (যথাক্রমে ১। নাটোর জেলার লালপুর থানার জিডি নং-২৯১, তাং- ০৬/৬/২০২৩ খ্রিঃ, ২। ঢাকা জেলার মুগদা থানার জিডি নং-১৪০৬, তাং-২৩/৭/২০২২খ্রিঃ, ৩। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং-১০৩৮, তাং-২১/৫/২০২৩ খ্রিঃ, ৪। কোতোয়ালী মডেল থানার জিডি নং-১৯০৬ তাং-২৩/২/২০২২খ্রিঃ, ৫। ঢাকা জেলার সাভার থানার জিডি নং-৪৪ তাং-০১/৫/২০২৩খ্রিঃ, ৬। ঢাকা ডিএমপি‘র জেলার বনানী থানার জিডি নং-১৯৪২ তাং-২৭/৮/২০২৩খ্রিঃ, ৭। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং-৬২৮ তাং-১২/৯/২৩খ্রিঃ, ৮। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার জিডি নং- ৫৫১, তাং- ১২/১০/২০২৩ খ্রিঃ, ৯। টঙ্গি পশ্চিম থানার জিডি নং- ১৩৬, তাং- ০৩/০৩/২০২৩ খ্রিঃ, ১০। মাদারীপুর জেলার রাজৈর থানার জিডি নং- ১৪৭ তাং- ১৭/০৭/২০২৩ খ্রিঃ, ১১। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং-১৪৮৭, তাং- ৩০/০৭/২০২৩ খ্রিঃ, ১২। মুক্তাগাছা থানার জিডি নং-১৫৯২, তাং- ৩১/০৮/২০২৩ খ্রিঃ, ১৩। মুক্তাগাছা থানার জিডি নং-৭০০, তাং- ১৪/০৭/২০২৩ খ্রিঃ, ১৪। জামালপুর জেলার ইসলামপুর থানার জিডি নং- ৩০৯ তাং- ০৭/০৯/২০২৩ খ্রিঃ, ১৫। মতিঝিল থানার জিডি নং- ৭৬৯ তাং- ১৩/০৭/২০২৩ খ্রিঃ) সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ সেলের সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম (মেটা-১/২/৩) কর্তৃক সর্বমোট ১৫ (পনের) টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন যথাক্রমে ১। OPPO A16, ২। VIVO Y21, ৩। VIVO Y16, ৪। SMART 5 Infinix, ৫। OPPO A12, 6| Galaxy A13, ৭। Itel vision pro, ৮।vivo y20, 9।VIVO Y15S, ১০। Sumsung Galaxy A20S, ১১। walton HM5, ১২। I phone, ১৩। Sumsung Galaxy A30S, ১৪। vivo y21, ১৫। Sumsung M31 উদ্ধার পূর্বক ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়কের উপস্থিতিতে ইং ২৮/০৯/২০২৩ তারিখ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব, মোঃ কামরুল আমীন, পুলিশ সুপার(ইন্টেলিজেন্স), এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এবং অত্র ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক নিরস্ত্র (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *