ময়মনসিংহে যে কোন অপরাধীদের সাথে পুলিশের কোন আপোষ নয় -ওসি শাহ্ কামাল আকন্দ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকে আজ পর্যন্ত মাদককারবারী ও সন্ত্রাসী গুষ্ঠি , চুর চক্র, ছিনতাইকারী, ডাকাতদল ইভটিজিং সহ বিভিন্ন অপরাধকারীদের সাথে কোন আপোষ করেননি কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২০ মে ২০২৩) তারিখ বিকালে ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহ কামাল বলেন, মাদক একটি ভয়ানক সামাজিক ব্যাধি। যা সুন্দর একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তাই মাদক নির্মূলে কোতোয়ালী মডেল থানা পুলিশ জোড়ালো ভূমিকা পালন করছে। পাশাপাশি এসব এলাকায় যে কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং এর অত্যাচার সহ যে কোন অপরাধ কর্মকান্ডের সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে।
ওসি আরো বলেন, মাদক সেবন, মাদককারবারী ও সন্ত্রাসী গুষ্ঠি সহ চাঁদাবাজদের সাথে কোতোয়ালী মডেল থানার পুলিশের পক্ষ হতে কোন প্রকার আপোষ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলাসূমহ যথাযথভাবে তদন্ত করা হবে। এ ছাড়াও চরনিলক্ষিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন ওসি শাহ কামাল আকন্দ।
এর আগে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি সদস্য শফি আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।