মধুপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

মধুপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগ মধুপুরে উপজেলা শাখার আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) বিকাল ৫ টায় এই শোভাযাত্রাটি মধুপুর পৌরশহর প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। প্রায় ৩ সাহস্রাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলাআওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলম খান আবু বলেন, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, আমরা আওয়ামীলীগকে ভালোবাসি, এ দেহে এক বিন্দু রক্ত থাকা পর্ষন্ত আমরা আওয়ামীলীগের সাথে বেইমানী করবোনা।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান।
এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিষমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোতালেব, সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন ভিপি,বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী সহ মধুপুর ও ধনবাড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খন্দকার সামছুল আরেফিন শরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *