মধুপুরে সিএজি শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক, কন্যাদায় গ্রস্ত পিতা ও নানা সমস্যায় জর্জরিত শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। মধুপুর উপজেলা সিএনজি মালিক শ্রমিক সমতির উদ্যোগে শুক্রবার সকালে মধুপুর বাসস্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ে এই অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান।
এতে সভাপতিত্ব করেন সিএনজি মালিক শ্রমিক সমিতির সভাপতি শিমুল মন্ডল। এসময় সিএনজি মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সিএনজি মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।