মধুপুরে বাড়ি ঘরে হামলা ভাংচুর মারপিট আহত ৫
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাঙ্গাইর মধ্যপাড়া এলাকার খোরশেদ আলীর বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর ও মারপিট করে ৫ জনকে আহত করেছে সন্রাসীরা।
জানা যায়, উপজেলার গাংগাইর মধ্যপাড়া গ্রামের কদ্দুছ আলীর ছেলে আরশেদ আলী, আরশেদ আলীর ছেলে মামুন,মাসুদ, কদ্দুসের ছেলে দারোগ আলী, করিম এর ছেলে হারুন, সাহেল, ফারুক, মনি, আরও অজ্ঞাত নামা কয়েকজন সন্রাসী রাত সাড়ে এগারটার দিকে গাংগাইর মধ্যপাড়া গ্রামের খোরশেদ আলীর বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে এবং মারপিট করে ৫ জনকে আহত করেছে বলে জানা যায়। হামলাকারীদের মারপিটে আহত ৫ জন হলেন মৃত কদ্দুছ আলীর ছেলে খোরশেদ আলী (৬০) খোরশেদ আলীর স্তী আনোয়ারা(৫০) ছেলে মশিউর রহমান মোতালেব (৩৬)ছেলে নওশের আলী (৪০) পুত্রবধূ আমিনা বেগম। আহতরা জানান উক্ত সন্রাসীবাহিনী দেশীয় অস্ত্রধারা তাদেরকে মারপিট করে এতে তারা সবাই আহত হয়। আহতদের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠান। নওশের আলীর অবস্হা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকীরা মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে।