মধুপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে শনিবার সন্ধায় হোটেল আদিত্যের সামনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রানা চৌধুরী সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দিয় কমিটির সহ- সভাপতি লিলি সরকার। এসময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেব সাধারণ সম্পাদক মরহুম সরকার সহিদের একমাত্র ছেলে আহাদুল ইসলাম আদিত্য, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, পৌর সভার সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, পৌর যুবদলের সাবেক সদস্যসচীব সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচীব মোস্তাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠান সন্চালনা করেন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান মুরাদ।