মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে মির্জাবাড়ী ইউপি পরিষদ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আব্দুল মোতালেব, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান , ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান , আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক,আউশনারা ইউপি চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি সন্চালনা করেন মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আ’লীগ সমর্থিত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান
অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন।
মতবিনিময সভায় যোগ দেয়ার জন্য বিকেল থেকেই মির্জাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হতে থাকেন। মতবিনিময় সভাস্হলটি সহস্রাধিক জনতার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। বিপুল সমাবেশে ইফতার ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *